Saturday, July 15, 2017

বঙ্কিমচন্দের কপালকুণ্ডলা উপন্যাস পড়েছেন ? কিভাবে যাবেন কপালকুণ্ডলা মন্দির ?

বঙ্কিম চন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাস পড়েছেন ? কখনো মনে হয়েছে সেইখানে যাবার ? বঙ্কিমচন্দ্রের এর কপালকুণ্ডলা উপন্যাস টি পটভূমিকা কিন্তু আছে। যদি মনে করেন সেখানে যাবেন অবশ্যই যেতে পারেন। ভালোও লাগবে। স্থান টি হলো পূর্ব মেদিনীপুর জেলা এর দারিয়াপুর জেলা - পশ্চিম বাংলা। এই দারিয়াপুর জেলা এর সাথে বঙ্কিম চন্দ্রের এর অনেক কাহিনী, অনেক ইতিহাস জড়িয়ে আছে। এই দারিয়াপুর এ একসময় বঙ্কিমচন্দ্র কাজ ও করতেন। এবং এই পটভূমিকা তাই কপালকুণ্ডলা উপন্যস টি লেখা হয়েছে। 

আসল কপালকুণ্ডলা মন্দির টি বর্তমানে ধূলিসাৎ। তার জরাজীর্ণ অবশিষ্ট টি কেবল ইতিহাস এর নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সরকার ও জনগণ দুই দিক থেকে যেন অবহেলা আর অবহেলা। এই দারিয়াপুর আপনি কাঁথি থেকে যেতে পারেন।  দিঘা থেকে যেতে গেলে পঞ্চাশ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। কাঁথি থেকে দারিয়াপুর কুড়ি কিলোমিটার দূর।

মন্দির তীর খুব কাছে আছে একটি আলোর ঘর যেটি খুব এ সুন্দর সংরক্ষণ করা হয়।  মনে হয় এটি বেশ প্রয়োজনেই করা হয়। সামনেই রসুলপুর নদী, প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত। এই নদীর ধার সময় কাটাৰ উপযুক্ত পরিবেশ। 

No comments:

Post a Comment