অয়নদ্বয় :
দাক্কিনায়ান - সূর্য পূর্ব দিকে উদিত হইয়া দক্কিন দিক দিয়ে যে ছয়মাস অস্তগত হন , তাকে দাক্কিনায়ান বলে।
উত্তরায়ণ - উত্তর দিক দিয়ে যে ছয়মাস অস্তগত হন তাকে উত্তরায়ণ বলে।
পক্ষদ্বয় :
শুক্লপক্ষ - একটি পূর্ণিমা থেকে অমবস্যা পর্যন্ত সময়কাল কে বলে শুক্লপক্ষ।
কৃষ্ণপক্ষ - অমবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কাল কে বলে কৃষ্ণপক্ষ।
ঋণত্রয় :
ঋষিঋন - বেদ , পুরাণ , বেদান্ত ইত্যাদি পাঠ করার ফলে যে ঋণ তৈরী হয় তাকে বলে ঋষিঋন।
পিতৃঋণ - সন্তানোৎপাদনে যে ঋণ পিতার কাছে হয় তাকে বলে পিতৃঋণ।
দেব ঋণ - যাগঃ যজ্ঞ , সম্পদ দানে যে ঋণ হয় তাকে বলে দেব ঋণ।
ত্রিজগৎ :
সর্গ - যেইখানে দেব দেবী দিগের বাস
মর্ত্য - যেইখানে মানুষ , পশু , বৃক্ষ এর বাস। ইহা নরোলক হিসাবেও পরিচিত।
পাতাল - ইহা অন্ধকার জগৎ।
ত্রিগুন :
সত্ত্ব - প্রকৃতির প্রথম গুন্ দ্বারা সৃষ্ট।
রজঃ - প্রকৃতির দ্বিতীয় গুন্ দ্বারা সৃষ্ট।
তম - প্রকৃতির তৃতীয় গুন্ দ্বারা সৃষ্ট।
ত্রিতাপ :
আধিদৈবিক - বজ্রপাত , উল্কাপাত , প্রভৃতি যে তাপ দৈবাধীন ঘটিয়ে থাকে।
আধিভৌতিক - যে দুঃখ মনুষ্য , পশু ও পক্ষই হইতে হইয়া থাকে।
আধ্যাতিক - শরীর কিংবা মনেতে বাতপিত্ত প্রভৃতির জন্য যে কাম ক্রোধাতির আধিক্য নিমিত্ত যে দুঃখ হয় তাকে বলে আধ্যাতিক।
এছাড়াও রয়েছে -
অষ্টগন্ধ - চন্দন , গুগুল , কুম্কুম , অগুরু , গোরোচনা , জোটামাংসী ইত্যাদি।
এছাড়াও রয়েছে -
অষ্টগন্ধ - চন্দন , গুগুল , কুম্কুম , অগুরু , গোরোচনা , জোটামাংসী ইত্যাদি।
অস্ট গুন্ - দয়া , ক্ষান্ত , অনুসূয়া , শৌচ , অনায়াস , মঙ্গোল , অকার্পণ্য , অস্পৃহা।
অষ্ট তারিণী - তারা , উগ্রা , মাহগ্রা , ব্রজা , কালী , শাস্বতী , জামেস্বরী , চামুন্ডা।
অষ্টদিকপাল - ইন্দ্র , অগ্নি , জম , নৈঋত ই , বরুন , মরুৎ , কুবের , ইশ।
অষ্ট দ্রব্য - অসস্থ , উদোমবুর , পিলঃখ , ন্যাগ্রোধ , কাঠ , তিল ,সিদ্ধার্থ , পায়স , আজ্জ।
অষ্টধর্ম - সত্য , অশৌচ , হিংসা , অনুসূয়া , ক্ষমা , অনৃশংসতা , অকার্পণ্য , সন্তোষ।
অষ্টধাতু - সোনা , রুপা , তামা , রাঙ , জাসদ( ইস্পাত ) , সীসা , লোহা , পারদ।
অষ্টনাগ - অনন্ত , বাসুকি , পদ্ম , তক্ষক , কুলির , কর্কট , শঙ্খ , মহাপদ্ম।
অষ্টনিধি - পদ্ম , মহাপদ্ম , মকর , কচ্ছপ , মুকুন্দ , নীল , নন্দ , শঙ্খ।
অষ্ট পরিষদ - নন্দ , সুনন্দ , চন্ড , প্রচন্ড , কুমুদ, কুমুদক্ষন , বল।
অষ্ট বিনায়ক - গণপতির ৮ টি মন্দির। ভীম ও মুঠমুলা সঙ্গমে রঞ্জনগাওঁ , মর্মগাঁও , থিউর , লেন্দ্রি , পুনাতে অঝোর , পালিত , খান জেলার মধ , আমেদনগর জেলার সিদ্ধাতেক।
অষ্ট বিবাহ - ব্রাহ্ম , দৈব , আর্য , প্রজপতা , গন্ধর্ব , অসুর , রাক্ষস , পিশাচ।
অস্ত বৈভব - অতিসাঙ্গ , বুরু , চন্ড , ক্রোধ , উন্নমত্ত , কপালি , ভীষণ , সংহার।
অষ্ট মার্গ - সম্যক দৃষ্টি , স্বসংকল্প , স্ববাক , স্বকর্ম , সজীব , স্বব্যায়াম , স্বসৃতি , স্বসমাধি।
অষ্ট রস - শৃঙ্গার , বীর , করুল , অদ্ভুত , হাস্য , ভয়ানক , ভীবৎস , রৌদ্র।
অষ্ট রিপু - কাম , ক্রোধ , লোভ , মোহো , মদ , মাৎসর্য , অসূয়া , দম্ভ।
অষ্ট সিদ্ধি - অনিমা , গরিমা , লঘিমা , মহিমা , প্রাপ্তি , প্রকাম্য , ঈশিত্ব , বসিত্ব।
অষ্টাঙ্গ - জানু , পদ , পানি , বক্ষ , বুদ্ধি , শির , বাক্য , দৃষ্টি
অষ্টউপাচার - জল , ক্ষীর , কুশাগ্র , দধি , ঘি , আতপচাল , জব , শ্বেত , , সর্পোশ।
অস্ত রতি / মৈথুন - স্বরণ , কীর্তন , কেলি , প্রেক্ষণ , গুহ্যাভাস , সংকল্প , অধ্যাবসায় , ক্রিয়ানিসপত্ত।
অষ্টাঙ্গবিদ্যা - সড়ঙ্গ চার বেদ , মীমাংসা , ন্যায় , ধর্মশাস্ত্র , পুরাণ , আয়ুর্বেদ , ধনুর্বেদ , গান্ধর্বেদ , অর্থশাস্ত্র।
অস্টাদশপুরান - ব্রম্ভ , পদ্ম , বিষ্ণু , শিব , বায়ু , ভাগবত , নারদীয় , মার্কন্ডেয় , অগ্নি , ভবিষ্য , ব্রহ্মবৈবর্ত , লিঙ্গ , বরাহ , স্কন্ধ , বামন , কুর্ম , মৎস , ব্রম্ভান্ড।
চতুর্বর্গ - ধর্ম , অর্থ , কাম , মোক্ষ।
চতুর্গুণ - স্বত্ব , রজ , তম , চৈতন্য।
চতুর্ভ্রমসত্তা - শান্তি , বৈরাগ্য , উপশম , উপরতি।
চতুর্বন্ধ - আশা , ইচ্ছা , বাসনা , স্পৃহা।
অষ্ট তারিণী - তারা , উগ্রা , মাহগ্রা , ব্রজা , কালী , শাস্বতী , জামেস্বরী , চামুন্ডা।
অষ্টদিকপাল - ইন্দ্র , অগ্নি , জম , নৈঋত ই , বরুন , মরুৎ , কুবের , ইশ।
অষ্ট দ্রব্য - অসস্থ , উদোমবুর , পিলঃখ , ন্যাগ্রোধ , কাঠ , তিল ,সিদ্ধার্থ , পায়স , আজ্জ।
অষ্টধর্ম - সত্য , অশৌচ , হিংসা , অনুসূয়া , ক্ষমা , অনৃশংসতা , অকার্পণ্য , সন্তোষ।
অষ্টধাতু - সোনা , রুপা , তামা , রাঙ , জাসদ( ইস্পাত ) , সীসা , লোহা , পারদ।
অষ্টনাগ - অনন্ত , বাসুকি , পদ্ম , তক্ষক , কুলির , কর্কট , শঙ্খ , মহাপদ্ম।
অষ্টনিধি - পদ্ম , মহাপদ্ম , মকর , কচ্ছপ , মুকুন্দ , নীল , নন্দ , শঙ্খ।
অষ্ট পরিষদ - নন্দ , সুনন্দ , চন্ড , প্রচন্ড , কুমুদ, কুমুদক্ষন , বল।
অষ্ট বিনায়ক - গণপতির ৮ টি মন্দির। ভীম ও মুঠমুলা সঙ্গমে রঞ্জনগাওঁ , মর্মগাঁও , থিউর , লেন্দ্রি , পুনাতে অঝোর , পালিত , খান জেলার মধ , আমেদনগর জেলার সিদ্ধাতেক।
অষ্ট বিবাহ - ব্রাহ্ম , দৈব , আর্য , প্রজপতা , গন্ধর্ব , অসুর , রাক্ষস , পিশাচ।
অস্ত বৈভব - অতিসাঙ্গ , বুরু , চন্ড , ক্রোধ , উন্নমত্ত , কপালি , ভীষণ , সংহার।
অষ্ট মার্গ - সম্যক দৃষ্টি , স্বসংকল্প , স্ববাক , স্বকর্ম , সজীব , স্বব্যায়াম , স্বসৃতি , স্বসমাধি।
অষ্ট রস - শৃঙ্গার , বীর , করুল , অদ্ভুত , হাস্য , ভয়ানক , ভীবৎস , রৌদ্র।
অষ্ট রিপু - কাম , ক্রোধ , লোভ , মোহো , মদ , মাৎসর্য , অসূয়া , দম্ভ।
অষ্ট সিদ্ধি - অনিমা , গরিমা , লঘিমা , মহিমা , প্রাপ্তি , প্রকাম্য , ঈশিত্ব , বসিত্ব।
অষ্টাঙ্গ - জানু , পদ , পানি , বক্ষ , বুদ্ধি , শির , বাক্য , দৃষ্টি
অষ্টউপাচার - জল , ক্ষীর , কুশাগ্র , দধি , ঘি , আতপচাল , জব , শ্বেত , , সর্পোশ।
অস্ত রতি / মৈথুন - স্বরণ , কীর্তন , কেলি , প্রেক্ষণ , গুহ্যাভাস , সংকল্প , অধ্যাবসায় , ক্রিয়ানিসপত্ত।
অষ্টাঙ্গবিদ্যা - সড়ঙ্গ চার বেদ , মীমাংসা , ন্যায় , ধর্মশাস্ত্র , পুরাণ , আয়ুর্বেদ , ধনুর্বেদ , গান্ধর্বেদ , অর্থশাস্ত্র।
অস্টাদশপুরান - ব্রম্ভ , পদ্ম , বিষ্ণু , শিব , বায়ু , ভাগবত , নারদীয় , মার্কন্ডেয় , অগ্নি , ভবিষ্য , ব্রহ্মবৈবর্ত , লিঙ্গ , বরাহ , স্কন্ধ , বামন , কুর্ম , মৎস , ব্রম্ভান্ড।
চতুর্বর্গ - ধর্ম , অর্থ , কাম , মোক্ষ।
চতুর্গুণ - স্বত্ব , রজ , তম , চৈতন্য।
চতুর্ভ্রমসত্তা - শান্তি , বৈরাগ্য , উপশম , উপরতি।
চতুর্বন্ধ - আশা , ইচ্ছা , বাসনা , স্পৃহা।
No comments:
Post a Comment